Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিন সরকারের মাঠ পর্যায়ের একটি উন্নয়ণ ও সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তি সময়ে ১৯৭২ সালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় নামে দুটি পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়। ১৯৮২ সালে দুটি মন্ত্রণালয় একীভূত হয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য বিভাগ এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগ নামে দুটি বিভাগ হয়। ১৯৮৮ সালে পুনরায় ত্রাণ ও পুনর্বাসন বিভাগকে ত্রাণ মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৯৪ সালে ত্রাণ মন্ত্রণালয়ের নাম হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০০৪ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়কে একীভূত করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় করা হয়। ২০০৯ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীন খাদ্য বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ গঠন করা হয়। ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগকে পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হিসেবে রূপান্তর করা হয় এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে রুপান্তর করা হয়। বর্তমানে ৬৪টি জেলায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় হিসেবে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর)/গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা/কাবিটা)/ ইজিপিপি/ সেতু/কালভার্ট/ ভিজিএফ ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরকারের অন্যতম লক্ষ্য হলো রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়র মাধ্যমে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচী (কাবিখা-খাদ্যশস্য/নগদ অর্থ), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী (খাদ্যশস্য/নগদ অর্থ) ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর মাধ্যমে গ্রামীণ জনপদে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে একক গৃহ নির্মাণের লক্ষ্যে ‘ক’ শ্রেণী অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনকল্পে  সরকারের ঘোষিত গৃহহীন পরিবার বিমোচন এ কর্মসূচীর অন্যতম হাতিয়ার। সরকার গৃহহীন পরিবার বিমোচন কর্মসূচীর যথাযথ বাস্তবায়ন ও সফলতার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।  এ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মসূচী সমূহ সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারের রূপকল্প-২০২১ ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহ অর্জনে নারায়ণগঞ্জ জেলা অবদান রাখতে পারবে।